সীমাহীন দূরত্বে থেকেও
ওদের কাজ ওরা করে যায়,
ওরা তরঙ্গায়িত সুক্ষ্মকণা,
ওদের বিচার এ রকমই বলে।
সংবাদ আদান প্রদান
চলে ওদের ক্রমাগতই,
পৃথিবীর কম্পনও তা সমর্থন করে,
তবে সেটা খুবই অনিয়মিত।
আমরা যারা হৃদয়ের সামান্য
টালমাটালের জন্যেও অভ্যস্ত নই;
ভাবতে অবাক লাগে-
বেশীরভাগ সেইসব মানুষগুলোই,
এই সমস্ত খবরাখবরের ক্ষেত্রে,
ওদের কর্মকান্ডের একান্ত সচিব!