এই বোশেখে  ভোরের পাখি   সুর  বিছিয়ে  ডাকে,
এই বোশেখে  শিল্পীর তুলি    নতুন  আঁচড়  রাখে।

এই বোশেখে  কৃষ্ণ রাধার     চূড়োয়  লাল  হলুদ,
এই বোশেখে  নতুন খাতার    গন্ধেতে   সব  বুঁদ।

এই বোশেখে  বকুল তলে     কুড়োই  বকুল দানা,
এই বোশেখে  উদোম গায়ে   বটের তলাও  চেনা।

এই বোশেখে  বৃষ্টি আনতে   কালবোশেখির কাছে,
এই বোশেখে  মাদল বোলে  সাঁওতালি দল নাচে।

এই বোশেখে  বেলি কিংবা    গন্ধরাজের    গন্ধে,
এই বোশেখেই  রজনীগন্ধা    ঠাকুর  কবি  ছন্দে।

এই বোশেখে   কবির জন্যে   মন আনচান  করে,
এই বোশেখে   লালমাটিতে   চলে যাই অবসরে।