এক) কর্মেই ধর্ম

সাগরে মিশলে নদী কলুষ হারায়,
কর্ম দিয়েই ধর্মের সঠিক পরিচয়।

দুই) আলো দাও

যুদ্ধ মানে ধ্বংস হবেই যে মানবতা,
ভাবেনা কেউ জনগণের কোনো কথা।

তিন) বেহিসাবী কলমে

জীবনবোধের পরম সীমায়,
ভালোবাসাও পর হয়ে যায়।

চার) সদা পরিত্যাজ্য

সত্যের পথ কঠিন হলেও জয়ের পথ,
সহজলভ্য মিথ্যায় কালো জীবন রথ।

পাঁচ) বন্টনের ফল

কষ্টের পাথর যেদিন ভাগ করে নেবে,
সে পাথরে সকলেই জল দিয়ে যাবে।

ছয়) পঞ্চমে বাঁধা

আকাশ মাটির এ কানাকানি অনন্তকাল ধরে,
যুগযুগান্ত পেরিয়ে গেলেও সাধ্য কী তা নড়ে?