খেলাঘরে এই যে নিত্য জলকে চল!
মনে পড়ে কোন ঈশ্বর প্রতীম মানুষের
সুতীব্র চিৎকার ছোট্ট চটিতে বসে,
হৈচৈ শোরগোল আর তার থেকেই
উঠে আসে নাফার কার্তুজ,
শেয়ারবাজার হয়তো এমনই...
সেখানকার শ্বাস প্রশ্বাসে
হৃদযন্ত্রের ধুকপুকুনি পুরোমাত্রায়,
অথচ জীবন বহুদূরে!
রোজকার তালমিলে চলা
এই খেলাঘর থেমে থাকে না,
এরজন্যে জীবনের উত্থানপতনকে হয়তো
নিত্যনৈমিত্তক বলাই যেতে পারে...