এক) দেখবে উজির বিশ্বরাজ
বিশ্বকাপের অন্ত ধাপের এখন শেষের বেলা,
কাঁপছে জ্বরে নেশার ঘোরে, নয়তো ছেলেখেলা!
ক্রোয়েশিয়া না আর্জেন্টিনা,
মরক্কো কি ফ্রান্স, জানি না!
বিজিত দলে উজির পেলে মন্ত্রী-রাজার পালা।
দুই) হচ্ছেটা কী
ছাগলগুলো পাগল হয়ে নেতার বেশে ঘোরে,
জনগণের মাথা খেয়ে চিবোয় দু'ফাঁক করে।
এটাই এখন হালহকিকত,
পাশ হয়ে যায় সব দস্তখত,
মুঠোয় ধরা আমলা তন্ত্র মন্ত্রের মতো ঝাড়ে।