এক) যুগান্তর
হাত ঘুরিয়ে সাহস পেলো,
মুখ পুড়িয়ে মুখোশ নিলো!
বামে-ডানে হতাশ,
দড়ির টানে ধপাস,
মাথা মুড়িয়ে উপোস দিলো।
দুই) বাজে রিনিঝিনি
নক্সী কাঁথার রঙের বাহার,
হাঁস সজারু চাঁদের পাহাড়!
মধ্যে শিশুর দেয়ালা,
কান্না হাসির বেহালা,
বুক প্লাবনে নবীন আষাঢ়।