এক) নাম ভাঙ্গিয়ে
সুভাষ সঙ্ঘে বেজায় রঙ্গে এখন সুবাস সঙ্গ,
সমাজ কালি ছেড়ে খালি ধেনো কালির রঙ্গ!
পাচ্ছে মদত সরকারি,
বাজেট পেশ দরকারি,
হিসেব দিলে তবেই মেলে নয়তো যাত্রাভঙ্গ!!
দুটি) হাত গেলে বেহাতে
সবটাই কিছুকিছু মনে চলে দ্বন্দ্ব,
ছুটে যাই পিছুপিছু যায় নাতো সন্দ!
কপালের দোষ দিয়ে,
আছি বেশ খোশ হয়ে,
মুশকিল উঁচুনীচু কাপালিক গন্ধ।