নীলাম্বরী দুরন্ত আকাশ যুগ যুগ ধরে
অপলক দৃষ্টিতে চেয়ে আছে,
পৃথিবীর লাল হলুদ ঘাসফুলের বাহারে__
আর এরই মধ্যে চলছে
মেঘ রোদের খেলা, সারাবেলা...
সামান্য মন পেতে পেতেই
পার হয়ে যায় কতই না আলোকবর্ষ,
তোমরা তার কতটুকুই বা বোঝো?
জাগতিক পৃথিবীর প্রেমের কবিতারা
তোমাদের কি ততটা ধৈর্য্য আছে...
যেখান থেকে অন্তত একবার
এসেছিল ধরণীর শীতলতার কাহিনী,
আর প্রায় সাথে সাথেই অবাক করা
প্রয়োজনীয় উত্তাপ কুণ্ডলীও__
তোমাদের ওই অ্যামিবার প্রাণসঞ্চারে...