এক) বন্দি
সেরা লোক সব ঘেরাটোপে,
সরকারি লাল ফিতের কোপে।
দুই) নিয়তির খেলা
ইচ্ছেগুলো শিমুলতুলো উড়তেই শুধু জানে,
হয়না পূরণ পায়না চরণ পরমেশ্বর - টানে!
তিন) চানক্য বান
বন্ধু অনেক সবই ক্ষণেক যখন ডরাই ;
তখনও যারা দিশেহারা স্বজন তারাই।
চার) জাগরণ
কর্মের পরিচয় জীবনের সাথে,
চলবে আজীবন বিনিদ্র রাতে।
পাঁচ) হাতের গুনে
বৃক্ষের পরিচয় অবশ্যই ফলে,
যত্ন না নিলে তা ডুববে অকুলে।
ছয়) জীবন মাঝি
বিরহী হিয়া যাতনা নিয়া পথের খোঁজে,
প্রেমের ভাষা দুখের আশা জীবন বোঝে।