এক) অন্ধা কানুন

অন্ধা কানুন  ধান্ধা করে,
বুর্বাক সব না খেয়ে মরে।

দুই) পাইলট

ডুবছে দেখেও শক্ত হাতে কর্মরত পাইলট,
ভালো মন্দে যত দ্বন্দ্ব নির্বিকারে স্ন্যাপশট।

তিন) লাজুকলতা

ছিনিমিনি খেলাচ্ছলে ক্রমে ক্রমে,
লাজুকলতা আচ্ছন্ন গভীর  ঘুমে।

চার) অয়স্কান্ত মনি

মন মাঝারে  থাকলে রত্নখনি,
অলঙ্কারকে অহংকারই মানি।

পাঁচ) উৎসর্গ

মুনাফায় লোভে পড়ে  মায়া বৃদ্ধি রোজ,
যার জন্যে সব কাজ কেবা রাখে খোঁজ?

ছয়) আমে দুধে

ওপরের দলাদলি গলাগলি হয় চুমুক মদে,
নীচেরতলায় গালাগালির শেষ, মূর্গি বধে।