এক) কাঁদে ভালবাসা

শব্দ নেই কিম্বা নেই কোনো ভাষা,
আজও ধংসস্তুপে কাঁদে ভালবাসা।

দুই) ঘনঘটা অবিরাম

চেতনায় যেন কখনও আঘাত না আসে,
তবে কিন্তু ঘনঘটাও চলবে শ্রাবণ মাসে।

তিন) হারানো সুর

বোধের কাঠামো জড়িয়ে লতাগুল্মের গান,
কেমনে আর ভুলবো বন্ধু তার সে অসীম তান?

চার) হাল ধরো হে নেয়ে

সময় থাকতে সাবধান না হলে,
সৎ যত প্রস্তুতি যাবেই বিফলে।

পাঁচ) টালমাটাল

অস্বস্তিকর পরিবেশ হানা দেয় বারেবারে,
সময় উদ্ভ্রান্ত এখনও বিবেকের হাত ধরে।

ছয়) ছায়া সুনিবিড়

সম্পদ রক্ষা করা যুক্তিযুক্ত কাজ,
নইলেই ক্ষতিগ্রস্ত হবে যে সমাজ।