এক) কাজীর বিচার

পারের মুক্তি  আনবে শক্তি  বহুহিসেব করে,
বিনে সুতোয় বিচার গুঁতোয় ভগবানের ঘরে।

দুই) ভবিষ্যৎ প্রকল্পে

বুদ্ধিজীবির নাতিও স্থবির দাদুরই দৌলতে,
শিখেই সারা  ছাপ্পামারা  ছেলেবেলা হতে।

তিন) দিশেহারা

জীবন এগোয় হারায় স্মৃতি,
বৃথাই  খুঁজছি  অমর গীতি।

চার) ললিত বাণী

নজীর বিহীন  ভুলের গুচ্ছে,
সাদা পায়রার আগুন পুচ্ছে!

পাঁচ) এই তো জীবন

দিন চলে গতি ঢলে  মেলে নাতো অঙ্ক,
শূন্যেই সব চুপ কলরব খাতায় লবডঙ্ক!

ছয়) হরিহর আত্মা

বন্ধু স্থির  নয় অধীর, নীল দরিয়ার মাঝি,
জানি ঠিক সে নির্ভীক হাল ধরতেও রাজি।