এক) বোবাকান্না
সত্যি এখন কাজ মানে শুধু একটাই,
নীরব থেকে দর্শক সেজে দেখে যাই।
দুই) ঘুরে দাঁড়াও
মনের অবস্থানে নয়,তফাৎ তো কিছু হোক,
জাগবে তবে দেশপ্রেম, ভুলবো বহু শোক।
তিন) চরৈবেতি
সময় যখন দীর্ঘতম জীবন দুর্বিপাকে,
চিরন্তনী ভালবাসা নিজেও মুক্ত থাকে।
চার) জলের ভাষা
চোখের জলের ভাষা কিন্তু বড় কঠিন,
জ্ঞানীরা তা জানে, জানে না অর্বাচীন।
পাঁচ) বাঁশরীর সুর
সৃষ্টির মূলে দোহার কূলে পারস্পরিক টানে,
লাগাম কোন রয়না জেনো সুরকারের গানে।
ছয়) সময়ের প্রতীক্ষা
ঠিকানা ভুলে গণ্ডগোলে ছিলো যাহা বহুদূরে,
ভাঙলে ভুল আবারও ফুল ফুটবে বৃক্ষ পরে।