এক) অন্ধবিশ্বাস

বিশ্বচরাচর খেলে মহামায়ার রূপে,
আমরাই  ব্যস্ত হই প্রসাদে বা ধূপে।

দুই) অমানবিক

যুদ্ধ মানেই পরাজিত মানবতা,
কেউ ভাবে না সাধারণের মনের কথা।

তিন) রোজনামচা

জীবনেই আছি তবু মরণ যাচি,
সংসারে কিন্তু বেশ কাছাকাছি।

চার) সীমারেখা

বিবেক যদি না শেষ কথা বলে,
জগতের গতি  ঘন জঙ্গলে।

পাঁচ) আসল নকল

দর্শনে মন আর দর্পণে রূপ,
নন্দেই ধোঁয়া তবু গন্ধে ধূপ।

ছয়) সুতোর টানে

সুখের নিশান কবুতর এক শূন্যে ডানা মেলা,
সুখ বাড়লেই সঙ্গে বাড়ে বিরহী মায়ার খেলা।