দোস্তি হলো গ্যাস বেলুন
ছিদ্র পেলেই হাত সাফাই,
যতই উড়ুক  ওপর দিকে
মাটির  টানেই  ধরাশায়ী।

দোস্তি ছিলো খানাপিনায়
বিল পেমেন্টে একটু ভুল,
এক নিমেষে গ্যাস খতম
ভূমি শয্যায় দোদুল দুল।

দোস্ত বলো বা ভালোবাসা
রিলেটিভ বা  পাড়ার কেউ,
স্বার্থে আঘাত লাগলে পরে
আধভাঙ্গা সব  নদীর ঢেউ।

এই  দুনিয়ায়  অর্থ, স্বার্থ
এক  মুদ্রার  দুইটি  পিঠ
বিন্দু মাত্র  ভুলে ভালেই
দোস্ত, খুলতে ব্যস্ত গিঁট।