এবড়োখেবড়ো কাদামাটির পথ
আর পথের ধারে গাছতলায় তোমার ঘর,
দুষ্টু হাতের দেয়ালচিত্র এখানে ওখানে
চকখড়ির সেই অবদান আজও অবিনশ্বর!
তুমি ছেয়ে আছো জনে জনে
তোমায় ঘিরে রয়েছে এক মস্ত পরিবার,
অথচ তুমি তো প্রায় আনপরের দলে,
ওদের এতো জৌলুশ এতো কারবার;
সব আস্তে আস্তে মুছে যাবে
যেভাবেই এখন দেয়াল পরিস্কার!
সেদিন তুমিও নতুন কোন পরিচয় পাবে
তোমার সে জানা থাকবে অপরিচিত,
তখনও দেয়াল রঙ্গিন হবে অন্য ভাবনায়
কিন্তু তুমি থাকবে মুছবার দলেই স্থিত!