ফুল কথা বলে না
তবুও প্রেমের গুঞ্জরনে মাতাল অলিদল,
তার সেই বক্ষসিঞ্চিত মধু
আর অলৌকিক রূপমাধুরী
যে জানে সে জানে খুঁজি নে তার মানে,
আমি শুধুই নিরালায় বসে
বেহালার ছড়ে আছড়ে পড়ি বারবার...
তরী যখন ধীরে ধীরে পার ছেড়ে যায়
পারের মায়া পারে না বাঁধতে তাকে
শুধু দুরত্ব বাড়তেই থাকে
একসময় সেও সেয়ানা হয়
লড়তে শেখে বৈশাখী ঝড়ে
আজও বুঝিনা কেনই বা পার ছাড়া বায়না,
হালে বসেই বাজাই বাঁশরীয়া সুর, সুমধুর...
একদিন এ ভাবেই আসবে পুষ্পক
কাঁচগেহে থাকবে স্বজন
দুপারের ব্যবধান রইবে না আর দূর
অলি কিম্বা তরী তীরে আর আসবে না
সেদিনও না হয়
গিয়ে কোনো নিরালায় ওস্তাদের হাতে
সেতারের তানে বেঁধে নেব হৃদয়ের গান...
*************************
২০/০৩/২৪ হতে ০৯/০৪/২৪ পর্যন্ত আমি
অনিবার্য কারণ বশতঃ লেখা পোস্ট করতে
পারছি না। অনাবশ্যক ত্রুটি মার্জনীয়।