তুমি ছাড়া গতি হারা জীবন যাপন
নাহি চিনি প্রবাহিনী অন্তঃসলিলা,
হৃদিমাঝে সৌরসাজে করহ স্থাপন,
তুমি ছাড়া গতি হারা জীবন যাপন!
রুদ্রবীণা বাজিবে না হইলে কোপন,
চলে মনে সংগোপণে অশান্তদাখিলা।
তুমি ছাড়া গতিহারা জীবন যাপন,
নাহি চিনি প্রবাহিনী অন্তঃসলিলা!