পারলে একলাই এসো,
আলতো ছোঁয়ার পরশনে
টাঙানো পরদা তুলে দিও;
দেখবে, সেখানেই শায়িত জীবন।
মেঘের দল থরে থরে
ইচ্ছেডানায় ভাসতে ভাসতে,
যাযাবর মনের সন্ধানে
অবিরত ভ্রাম্যমান এখনো।
চারপাশে ঘন অন্ধকার
শূন্য মন্দিরেতে আঁকিবুকি!
নেই, নেই ভাবের সংকটেও
পেন্সিলে আঁকা স্কেচ পাবে।
ভালোবাসা এলোমেলো হাওয়া
ফাঁকা ঘরের পরদা দুলিয়ে দেবে,
আর ঠিক সেই মূহুর্তেই
ছড়িয়ে যাবে ধূসর স্বপ্নজাল।