দিনাবসানে উত্তুরে মেঘলা পথে
হেঁটে চলি
এলোমেলো জীবনের সাথে
শরীরে অনবরত বিচ্ছুরণ চলে
খোলামেলা আহ্বান খুঁজি ধুপছায়ায়।
বালুকাবেলায় নখের আঁচড় রেখে
অফুরন্ত ছুটে চলি
দৃষ্টি এড়িয়ে ক্লান্তি সরিয়ে
সব সম্ভ্রম টুপটাপ ঝরে পরে অগোচরে
একলা বিছানার ক্লান্তির মতো।
আলো বাতাসে ঝলমলে পূর্ণিমায়
দম ফেলি
অসহায় মানুষের মুখোশ পরে
অনাবিল স্বপ্নকে ঘিরেই চলে নাচানাচি
মেঘের হাওয়ায়, মেঘলা জলে, মাটি ঘিরে।