বন্দরের তরী ভেড়ে নানা দিগ্বিদিক থেকে
জমজমাট দিনমানে নাবিক ঘোরে ডেকে।
ওখানে কেউতো নেই বসে,সবাই কর্মরত;
তবুও দিনাবসানে সে নদীর ঢেউ চন্দ্রাহত।
একটানা ঝিঁঝির ডাক ধ্রুবতারার শোকে
দিনমানের কর্মকান্ড কুয়াশা দিয়ে ঢাকে।
কুমিরের কান্নায় অপেক্ষমান সাইরেনরব
জাগিয়ে দেবে সময়মত,কাজটাই যে সব।
আবারও নতুন কর্মকান্ডে নতুন উৎসবে,
দিন, মাস...পেরিয়ে বছরও চলেই যাবে।