জগৎ মায়া রৌদ্র ছায়া কায়ার জালে বোনা,
সংসারের জমিন ঢের সাজানো ফুল তোড়া।
দুয়ের মাঝে নিত্য কাজে নিবিড় জানাশোনা,
জগৎ মায়া রৌদ্র ছায়া কায়ার জালে বোনা!
চলার পথে আপন মতে কেউ মানেনা মানা,
বিচারশালে রাজার হালে মুক্ত ননীচোরা।
জগৎ মায়া রৌদ্র ছায়া কায়ার জালে বোনা,
সংসারের জমিন ঢের সাজানো ফুল তোড়া।