যে কারখানায় মোমবাতি হয়
সেখানেও কি আলো ঢোকে?
ধোঁয়ার  গন্ধে  জীবন কাবার
কেশে কেশেই  মরে  শোকে।

বাঁচার  কথা  বলতে  গেলেও
ঋণের  বহর   বাড়বে,  ঠিক!
এমনি   করেই  ভরণ পোষণ
তমসুকে  যায়,  শ্রম-নির্ভীক।

দু'চারটে মাস পুজোর হিড়িক
পেটভরে  খায়  ডাল ও ভাত,
শ্যামা   পোকার   বিসর্জনেই
আবারও   শূন্যে  কুপোকাত।

হঠাৎ  দেখি   জ্বলছে  আগুন
ধিকি   ধিকি  ওই  চারপাশে,
চুপ  'তারা' সব জিগির তুলে
আগুন   তাতেই  রয়  বসে।

মানুষ হয়ে যে দাঁড়াতে হবেই
মোমের  আলোর  ঠিক পাশে,
ঘোলা  জলের   মাছ  ধরতে
মানবতা!   এক   দ্বন্দ্বে   সে।

&&&&&&&&&&&&&&&&

*** আগুন তাতেই >
আগুনের তাপেই। ***