বৃষ্টির এক একটা ফোঁটা
মিলে যায় অতল সাগরে,
ছোটবড় বিচার না ক'রে
নির্বিঘ্নেই ঠাঁই দেয় গোটা।
ভেসে আসা দুরন্ত মেঘ
ব্যস্ত আকাশ চিনে নেয়,
সব ক্লান্তিই ভুলিয়ে দেয়
তীব্র থাকে সব ভাবাবেগ।
জীবন তো খেলাঘর নয়
ভেদাভেদ কেন গহ্বরে?
রুচিশীল হও অহংকারে
মানুষ নামে থাক পরিচয়!