মনের নাগাল পেরিয়ে কখ‌নো
প্রতিনিয়ত  স্বাধীন মনটা চায়,
দূরে উড়ে যেতে  বাঁধন হারা।

ঘরোয়া পাখিরা দানাতেই তুষ্ট
একটু আধটু শীসে কখনো বা!
এবার তার  আগল ভেঙে দিই।

আত্মার স্বচ্ছতাই চির উদ্ভাসিত
বাঁধ মানে না  শারীরিক পচনে,
ভিটের টান! তবু পাখি উদাসী।

ওরে মনপাখি! যাবিতো যা না,
তাকাসনে পচনশীল ওই দেহে
নাম মাত্র  দূরেই আকাশ নীল।