কলাগাছের গুঁড়ি থেকে ঘোর বর্ষায়
দলবদ্ধ পিঁপড়ে ডানা মেলে ওড়ে
ঘরে আলোর ছোঁয়া পেয়েই
ছুটে আসে বৃষ্টি এড়াতে
তারপর জোর কদমে ওড়াউড়ি
একসময় ডানা ভেঙ্গে ক্লান্ত নাভিশ্বাস
রাতপরীর মতই
জেল্লা মাফিক ছোটাছুটি...
ওরাও এসেছিল সবে ডানা মেলে
ঝড় সামলানো কুঁড়ে হতে
ঘরের রোশনাই দেখেই
অথচ সেখানেই মৃত্যুদূত অপেক্ষমান
জীবনের শেষ ধাপ দ্রুত কাছাকাছি
এখন সকলেই ডানা কাটা পরী
আবারও বৃষ্টি হবে
চলবে আবারও ওড়াউড়ি...