খাটিয়ে বা সৎ জনেরা
পরের দয়ায় থাকে,
টাকার জোরে অপাত্র সব
মাথাতে পা রাখে।

শিক্ষাদীক্ষা পায়না মূল্য
বেকার হয়ে ঘোরে,
বাইকে ঘুরে মূর্খ ছেলেও
নেতার কলম ধরে।

ঘুষের টাকায় চাকরি পেয়ে
সমাজ চালায় ডাঁটে,
যায়না বলা আইনে আবার
কখন হাড়ি ফাটে।

পাপের ঘড়া গন্ধ ছড়ায়
লুকোনো কি যাবে?
চলবে না এ রাম রাজত্ব
বিচার ঠিকই হবে।