আরাম কেদারায় আধশোয়া দাদু
আমার রোমান্টিক জীবনের এক অঙ্গ;
বুকের ওপরে রাখা মারফি রেডিও
গ্রীষ্মকালীন ছুটিতে গল্পদাদুর আসর,
কখনোসখনো ব্যটারীর বিদ্রোহ...
মনে পড়ে দেশলাই খোলের টেলিফোন,
'বিকেলে বেড়িয়ে মর্টন লজেন্স আনবো'
দারুণ খবরাখবর ওই তারের ফোন হতে;
আজ বহুদিন ওঘরে ঢুকি নি
সেগুলোও কি যত্নেই রেখেছিলে...
আকাশবাণী হতে এখনও
সেই সকাল ছটার ছটফটানি কানে আসে,
এখনও বিকেল হলেই পার্ক গিজগিজ,
এতো খাবারের ধুমই বা তখন কোথায় ছিল?
যেমন করে আজ ফাঁকা ওই আরামকেদারা...