রাজনীতির আজ যুদ্ধের সাজ জনগণ সৈনিক,
ওদের কাঁধে বন্দুক বেঁধে নেতা পরে গৈরিক!
লুট বাজারে লাখ হাজারে ব্যাঙ্কে টাকা বাড়ে,
নিষেধ ভুলে তোলা তুলে মচ্ছব কারবারে।
আইনকানুন জোঁকে নুন নেহাত হাত সাফাই,
জোরজুলুম হয় মালুম আসল হলো রফাই।
দেশের টাকা হচ্ছে ফাঁকা চলে বিদেশ ভ্রমন,
লগ্নি বলে টোপটা গিলে দাবার চালে গমন।
অন্যের ঘাড়ে অস্ত্র ছেড়ে কদিন আর চলবে,
একদিনতো হিসেবমতো দাবানলটা জ্বলবে।