অগোছালো ঝাউগাছে ভরা
উপকূল তট
ওখানেই সারিবদ্ধ হাতের ছোঁয়ায়
দেয়া নেওয়ার এক পূর্ণবাসর...
মাদুর বিছিয়ে যেন পড়ে আছে
নির্বান্ধব বালুচর
দিনরাত নীলের জলোচ্ছ্বাসও
একা দাঁড়িয়ে থাকা লুব্ধক...
সসাগরা ধরিত্রীর গোপন কুঞ্জে
সূর্যালোক, সূর্যাস্ত শেষে চন্দ্রমুখী
তপ্ত বালুর অভিমান ভুলে
একান্ত আপন হলো ছুঁই দূরত্ব মেনে...