আজ এই দুনিয়ায় চরিত্রের ভিড়ে
মানুষের হরেক বাহার,
রঙে চোবানো ব্যাপারস্যাপার,
তুলনা গুনছি কম করেও হাজার হাজার,
বারবার হেরে যাই করতে বিচার...
আশ্চর্যের কথা একটাই;
এতো মানুষ এতো বিচ্ছিন্নতা তবুও
একই পৃথিবীর হাওয়ায় জলেই যত খেলা,
অথচ কেউ নেই অবিকল কারও মতো,
আর এখানেই বোধহয় তারা মানুষ...