কথাগুলো সাজাতে সাজাতে মনে হয়
হয়তো কখনও কবিতা হয়ে ওঠে!
সাধারণ কথা তো আর নয়
ওতেই মেশানো এক কলজে গোলাপ,
কেউ হয়তো মূল্যই দেয় না
কেউ বা ভাবে অমূল্য প্রকাশ!!!
শুধুমাত্র জমির হেরফেরে...


শিল্পকলার প্রতিটি আঁচড়ে-
থে‌কে যায় শিল্পীর ঘেমো গেঞ্জির গন্ধ
কিন্তু ওখানেই তো শেষ নয়,
কাজলকালো চোখের তারায় যে লুকোনো জীবন
তবেই না অবাকচোখ দেখবে আকাশ!
সেইজন্যেই আজও যুগে যুগে প্রতিবাদ জাগে,
প্রতিধ্বনি শুনি কবি বা শিল্পীর জাগরণে...