সদ্য বেড়ে ওঠা
অবিচ্ছেদ্য কথার সারিগুলো,
ছাঁকনি দিয়ে ছাঁটাই করে একসময়
মূলকাণ্ডের কাছাকাছি;
হয়তোবা প্রকাণ্ড হতেও পারে...
সাগরকূলের ভাসমান তরীগুলো
শিকারের আশা নিয়ে ভাসে,
কেউ কেউ হারিয়ে গেলেও
অধিকাংশ সফলভাবে ফেরত আসে;
মায়াজোছনায় হিসেবী সব শাখাপ্রশাখা...
কখনও কখনও একসমুদ্র স্বপ্ন
দেখতে মন চায়,
কমণ্ডুলের একগঙ্গা জোয়ারের জলেও
সমুদ্র কিন্তু সমুদ্দুরেই থাকে;
কেবলমাত্র মানচিত্র বদলায় মোহনার...