দৈনন্দিন জীবনের স্মৃতিবন্দী ঘটনাগুলো
ঢিমেতালে অন্তিমের দিনগুনেই গেলো,
অসহায়ত্ব বিন্দু হয়ে চোখের কোণায়...
শৈশব কৈশোর যেন হামাগুড়ি খেতে খেতে
কল্পনার হাত ধরে চায় বার হতে,
কিন্তু ওদের কেউ যে জীবনছাড়া নয়...
খেলাঘরে খেলাচ্ছলে মলিন ধুসর আবরণে
শেষ পারানির কড়ি গুনি আনমনে,
ভুলতেই চাই বোধহয় আপন পরিচয়...
টানাপোড়েন চলে কখনোবা
কিন্তু অবসরপ্রাপ্ত দেহ বলে, তওবা!
ছুটে যাই নক্ষত্রের ছায়াপথ সীমানায়...