সামান্যই মনে হয় সাথে কিছু গোপনীয়তা
যেমনটি হয় আকছার, ঘটনায় বা অঘটনে;
ধুলোর পর ধুলো জমে আয়না ঢেকে যায়
সীমান্ত শহরে আলো নিয়ে সূর্য পাশফেরে,
চুল এলোমেলো করা আঁধার নামে হঠাৎ...

কবিতা লিখতে  হাজির হয় নানান উপমা,
চড়াই পাখির মতন যা  ফুরুৎ হতেই চায়,
তবু তোমার কথায় থাকে অসামান্য রেশ,
তাই পথের দুপাশে এক..দুই..তিন..করে
চমকানো তারাও চলে যায় দৃষ্টি এড়িয়ে...

যতটা বলি আমি গুরুত্বে নিতান্ত সামান্য,
তবুও তাকে আজ দেখি গোধূলির নজরে
একদম একা করে দিলেও পুরো দলছুট;
শেষ পারানির কড়ি নিয়ে বড়ই কড়াকড়ি
হাত বাড়ালে চিরাচরিত সত্যের সংঘাত...