১) সেই তো খালি হাতে
কিছু কাজ হয় সারা
বাকি কিছু রয়ে যায়,
শমনের সয় নাতো তর
শূন্য নিয়ে শূন্যতায়।
২) নীরবে চেয়ে থাকা
সাগর টানে সাগর পানে
নদীর জোয়ার ভাটা,
জীবন যেমন দৃষ্টি মগন
দেখতে নিজের হাঁটা।
৩) খননের ইতিবৃত্ত
হীরে কিংবা কয়লা,
ভাবলে হাতের ময়লা,
রূপান্তরিত কার্বন যে
দাঁড়িয়ে থাকে পয়লা।
৪) ঊর্ণনাভ জালে
কালের ডাক আসবে যবে,
যেতে তোমায় হবেই হবে।
মৃত্যুর নেই কাল বা অকাল,
সবটাই যে মায়ারই জাল।