এক) সামনেই খাদ

উচিত কথা চলবে না আর
এটাই এখন চালু,
মেঘ জমেছে ঝড় দরকার
ছুটবে তোড়ে বালু।

দুই) ভানুমতির খেল

ভাঁড়ের ভারে দুনিয়া বেচাল
ছাগল জনগণ,
পাশার চাল হবেই বেহাল
জাগবে যখন মন।

তিন) তালেগোলে

ভালোর দখল যাচ্ছে ধ্বংসে
সুজন দরকার,
আজকে মানুষ বুদ্ধিভ্রংশে
মরছে বারংবার।

চার) আশার কুহক

ফিরতে হবেই জেনেও চলে
বেচাকেনার হাট,
গুটিয়ে যাবার সময় হলে
বন্ধ থাকবে ঘাট।