এক) বেহায়া মন

গোপন রাখা মরণাস্ত্র
শান্তি চে‌য়ে ফেরে,
মনুষ্যত্ব নিয়ে লোকে
বিদ্রুপই করে।

দুই) মাতৃভূমি

মায়ের আদর বর্ম চাদর
তুলনা তার নাই,
মাটির গন্ধে মন আনন্দে
চলবে তো সদাই।

তিন) নিয়ন্ত্রক

মনের গতি লাগাম ছাড়া
নিয়ন্ত্রণ কে করবে?
প্রভূর পরে আস্থা থাকলে
তিনি ঠিকই লড়বে।

চার) অহেতুক আকাঙ্ক্ষা

আসা যাওয়ার পথ কখনোই
হবে না তো মসৃণ,
তবুও চাওয়ার অপেক্ষা আর
বাড়াতে চায় না ঋণ!