এক) হাতে হাত ধরি ধরি
জীবনটা এক রণক্ষেত্র
সন্দ কিছু নাই,
ভাগ্য গড়ে পুরি সত্র
চলো হাত লাগাই।
দুই) মান ভুলে কাজ করো
ছেড়ে মিছে অভিমান
হও অনুগত,
তবেই না শক্তিমান
হবে কর্মরত।
তিন) রক্তে লাল সেলাম
লাল সেলামে কুর্নিশ করি
জানাই লাল নিশান,
কর্মে কাণ্ডে জীবন ভরই
তুমি চির অম্লান!
চার) প্রতিবিম্বে দর্শন
নিজেই ভাবি অনেক দামি,
আসলে তা নইতো আমি।
দাঁড়াই যদি কাঁচের ধারে,
বুঝতে পারি কতই কমি।।