এক) কর্ম বিনে ধর্ম মিছে
ধর্ম বুঝি কর্ম দিয়ে
মানবতার মর্মে,
নইলে সব ভ্রষ্টাচার
আহত হৃদ বর্মে।
দুই) প্রেমের হুলে জীবন জ্বলে
বিষ আছে কথার ছলে
বিষ আছে ওই ধনুকে,
কিন্তু প্রেমের তীব্র হুলে
হারায় চেতন ক্ষণিকে।
তিন) বাড়ে দুর্নীতি
টাকায় ফাঁকা নীতি
তবুও তাতেই প্রীতি,
লাভের মধ্যে লাভ
দুর্নীতি পায় গতি।
চার) ভুতমানুষ জ্বলন্ত ফানুস
ভুতেরা চলেছে ভবিষ্যতে
গাছ গাছালি ছেড়ে,
ভুত মানুষের কীর্তিকলাপ
আগের থেকেও বেড়ে।