মনের কোণে ইচ্ছে গুনে
রাখলে স্বপ্ন পূরণ,
বাদল ভরা মেঘের ঝরা
অন্তিমে হয় স্মরণ।
কাজ না করে ঘুমের ঘোরে
থাকাই বোকার ধরন,
অলস বার্তা পেলেই কর্তা
স্থবির হবে চরণ।
তার চে' মাপা এগিয়ে দুপা
হাতটা মেলে ধরো,
হাতও মিলবে ধরতে দেখবে
নজর শুধু করো।