নদী বড়ই চঞ্চল যেতে দাও ওকে ওর মতো,
নইলে দেখো খেয়ালখুশির পথ খুুঁজে সে নেবে।
জীবন জেনো বইবে নতুন গতিতে - নিয়ে ক্ষত,
নদী বড়ই চঞ্চল যেতে দাও ওকে ওর মতো।
পাহাড় পারেনি কব্জা করতে, জীবন আজ গত,
সাগর টানে সব ফেলে সে এগিয়ে ঠিকই যাবে।
নদী বড়ই চঞ্চল যেতে দাও ওকে ওর মতো,
নইলে দেখো খেয়ালখুশির পথ খুুঁজে সে নেবে।