ফাগুনের এপাশ ওপাশ,
কৃষ্ণচূড়া নয়তো পলাশ।
দহনেতে চাই সুগন্ধি মন,
থাকবে নীরব আজীবন!

দূরে সুরেই তার-সানাই।

প্রেমগাঁথা এপাশ ওপাশ,
নিশ্বাস আর শুধু বিশ্বাস।
গভীর যেথায় গভীরতর,
বাঁশের চে‌য়ে কঞ্চি দড়!

অবশেষে চলো পালাই।