প্রত্যেকটি গম্ভীর জীবনের প্রান্তে
পড়ে থাকে কিছু না কিছু রসের নাগরি
স্বকীয়তার বাঁধনে আজীবন বসে থাকাটা
কখনোই শেষকথা হতে পারে না...
আর ঠিক সেখানে থেকেই
ঘাত প্রতিঘাত কখনো ঘরে কিম্বা বাইরে
পরিচিতের ভীড়, স্তুতির প্রাচুর্য,
শব্দের রংবেরঙের ধ্বনিচ্ছটা...
একদিন ফলশ্রুতি হিসেবে জমে
সাংস্কৃতিক জগৎ হতে প্রাপ্ত
পুস্পস্তবক, পদক, সন্মাননা,
নিদেনপক্ষে অতিরঞ্জিত স্তাবকতা...
সত্য আর ছলের মধ্যে ডুবতে ডুবতে
যখন দেখি মনে জমা এক বিরাট শূন্যতা
সব পিছুটান সরিয়ে একাই সন্তরণ
দুকূল ছাপিয়ে তখন আবারও জোয়ার...