আমের শাখায় পাখির পাখায়
ক্লান্তি পড়ছে ঢলে,
বোশেখ আসে রুদ্র বেশে
চৈতি দাবানলে।
কালবোশেখি তোমায় ডাকি
একটু সাড়া দাও,
ঝড়ে জলে খেলার ছলে
শৈত্য রেখে যাও।
চঞ্চল তুমি তোমার ভূমি
হচ্ছে ফুটিফাটা,
নজর তো দাও গরম কমাও
হোক না ঘনঘটা।
নীলগগনে বজ্রবানে
আসুক শিলাবৃষ্টি,
পাখপাখালি পরাণ ঢালি
করুক শুভদৃষ্টি।
পড়ুক ঝরে মাটির পরে
তোমার কোমল স্নেহ,
সেই সে শীতল মেঘভরা জল
রাখুক ঠাণ্ডা দেহ।