শুধুই ছবি কবির দাবি,কেউকেটা কেউ!
বই বিচারে সংখ্যা বাড়ে পেছনে ফেউ।
মঞ্চে উঠে কবিতা পাঠে দুইশো দাবি,
অর্থ দিয়ে তবক নিয়ে হাজার ছবি।
পাঁচশো দিলে কাপও মেলে চুপিসারে,
কলম জোর! মিথ্যে ঘোর টাকার ভারে।
সাম্মানিক হাজারে ঠিক সংগে প্যাকেট,
কাব্য ঘরের নানান দরের আছে পকেট।
এমনি করে বনিক ফেরে টাকার জোরে,
কবির কলম বইয়ে মলম লাগায় তোড়ে।
সরল পথে আপন মতে জীবন কাটে,
অন্য স্রোতে চাইনা যেতে নিলাম হাটে!
কখনো লিখি কখনো শিখি বেশই আছি,
ছবি হয়ে বাঁচতে ভূয়ে নই কো রাজি।