এক) প্রার্থনা
হে বীণাপানি,
মনেতে আলো জ্বালি
মুখে দে বাণী।
দুই) হংসাসনা
রাজহংসিনী,
মোহিনী যাত্রা পথে
হংস বাহিনী।
তিন) পুষ্পাঞ্জলি
চরণে তব,
অঞ্জলী দিয়ে বলি
বিনীত রবো।
চার) বিসর্জন
দধি মঙ্গলে,
পদচিহ্ন উজ্জ্বল
শ্বেত কমলে।
******************
গতকাল সরস্বতী পুজো ছিলো।
আজ তাই এই হাইক্যুটি লেখা।