এক) আগমনী
ছেলে আসবে
ক্যুইন্সি হতে দেশে,
নানান চিন্তা।
দুই) মন তুফান
নাতি নাতনী;
খেলার সরঞ্জামে,
ঘর ভরতি।
তিন) দুঃসংবাদ
ভাগ্যের কোপে,
হঠাৎ সেরিব্রালে
ভেন্টিলেশন।
চার) অনন্ত বলয়
তবু অপেক্ষা
হিমঘরে থেকেও,
ছেলে আসবে।
**********************
সত্যঘটনা অবলম্বনে। আমার এক বন্ধু
এখন হিমঘরের জন্যে রওনা হয়েছে
অ্যাপলো হাসপাতাল হতে।
সময় : বৈকাল 5 20 ; 20/12/22