এক) ঘুম ভাঙা অঙ্ক
বাঁদর ওঠে
তেলমাখানো বাঁশে
অঙ্কের ত্রাসে।
দুই) ফল কেলেঙ্কারি
ছাত্রের ঘাম
বাঁশের কাছাকাছি
পায় দুর্নাম।
তিন) মন্দ কি
আছলা বাঁশে
শত্তুর পড়ে ফাঁসে
বিনে বিচারে।
চার) তেল জগতে
বাঁশ আচারে
মুখ বদল চলে
তৈলাক্ত বলে।