বাতের ব্যথা হয়তো থাকবে
হয়তো চোখে চালশে পড়বে,
দাদু বলে
কেউ ডাকলে
তবুও সাড়া তো দিতেই হবে।
করবো না আর বাড়াবাড়ি
কেনই বা মন থাকবে ভারি!
হাসি মুখে
মানলে চুকে
যাবেই যা কিছু আড়াআড়ি।
দিব্যিতো আমি খুঁজলে ঘাস
সবজে দেখি বছর বা মাস,
খামোখা কেন
বলবো "জানো
বুড়িয়ে গেল এ চৈত্রাকাশ!"
সবুজ খুঁজলে অবুঝ মনে
মাতবে কলজে নতুন গানে,
একশো ঘোড়া
নিমেষ হারা
চলবে তেজেই চক্রযানে।